Tuesday 12 March 2019

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্মদিন পালন


তিরিশ বছর আগে জন্ম নিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ১৯৯৩ সালে তা সাধারণ মানুষের ব্যবহারে আসে। আমরা ব্যবহার শুরু করি ১৯৯৯ সালে। যারা এই বিষয় জানতেন তারা একটা বাংলা নামও দিয়েছিলেন। জগৎ জোড়া জাল। আমরা বেরিয়েছিলাম ইন্টারনেটে দুর্গাপুজা দেখাতে। বিজ্ঞাপণ আনতে গিয়ে শুনতে হয়েছে, ভাই ইন্টারনেটটা কী? খায় না মাথায় দেয়? পরিচিত, বন্ধুবান্ধব রাও ঠেস দিয়ে কথা বলত। আমাদেরই একজন বলেছিল হেঁটে নয় নেটে। লিখে ফেললাম আমন্ত্রণপত্র, যা দেবি ইন্টারনেটেষু ডটকমরূপেণ সংস্থিতা... নমস্তেসৈ ইত্যাদি। পরবর্তীকালে চন্দ্রবিন্দু গান লিখল, যা বেবি দৌড়ে যাবি, শিখবি মাল্টিমিডিয়া। দুনিয়া ডট কম। তখন ইন্টারনেটে বিজ্ঞাপণ চাইতে গিয়ে মাসের পর মাস ঘুরেছি। ইন্টারনেট এক্সপ্লোরার-ফোর এ যা দেখা যায় তা থ্রি পয়েন্ট ওয়ানে তা দেখায় না। সদ্য তৈরি করা ফ্ল্যাশের অ্যানিমেশন এক মাল্টি ন্যাশনাল কোম্পানির সাউথ এশিয়ান হেডের ল্যাপটপে ভেঙে ভেঙে আসছে। বোঝাতেই পারা যাচ্ছে না যে আপনার ব্রাউসার আপ টু ডেট নয়। এইরকম নানা কথা আজ মনে পড়ল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্মদিন পালন দেখে।

তারপর কেটে গেছে দীর্ঘ এক কুড়ি বছর। আজ সবাই নেট বিনে কানা।

No comments:

Post a Comment